Apan Desh | আপন দেশ

সংবাদ সম্মেলনে আসছেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:১৪, ২৫ এপ্রিল ২০২৫

সংবাদ সম্মেলনে আসছেন তামিম ইকবাল

তামিম ইকবাল

পবিত্র ঈদুল ফিতরের আগে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। সাভারের কেপিজে হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল দেশের সর্বকালের অন্যতম সেরা এ ব্যাটারকে। তার হার্টে রিং পড়ানোর পর আস্তে আস্তে জ্ঞান ফিরে পান তিনি। মৃত্যুর দুয়ার থেকে ফিরে বাসায় ঈদ পালন করে সিঙ্গাপুরে চেকআপে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তারপর খেলা থেকে দুরে রয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম।

মোহামেডানের অধিনায়কের ডাকা এ সংবাদ সম্মেলন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কারণ, তামিমের অসুস্থতার পর থেকে মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছে তাওহীদ হৃদয়। কিন্তু আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ২৩ বছর বয়সী এ ব্যাটার। এরপর জল গড়িয়েছে অনেক দুর। ধারনা করা হচ্ছে এ সব বিষয় নিয়েই সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম।

এদিন সকালে বিসিবিতে মোহামেডানের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর এ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম। ধারণা করা হচ্ছে, তামিমের অসুস্থতার পর থেকে মোহামেডানের অধিনায়কত্ব করা তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকের জেরে এ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম।

সিঙ্গাপুর থেকে ফিরে ১৯ এপ্রিল ডিপিএলে নিজের দল মোহামেডানের খেলা দেখতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন তামিম। ম্যাচটা যে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে! সে ম্যাচেই মোহামেডানের অধিনায়কত্ব করা হৃদয় দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পান নিষেধাজ্ঞা। এরপর সে নিয়ে গত এক সপ্তাহে অনেক নাটকই হয়েছে।

হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল, ম্যাচের পর হৃদয় সংবাদমাধ্যমে উল্টোপাল্টা হুমকি দেয়ায় নিষেধাজ্ঞা আরেক ম্যাচ বেড়েছে। কিন্তু এরপর কোনো এক অদৃশ্য শক্তির বলে যাদের নিষেধাজ্ঞা কমানোর এখতিয়ার নেই, সে আম্পায়ার্স কমিটি হৃদয়ের নিষেধাজ্ঞা আবার এক ম্যাচে নামিয়ে আনে।

এর জেরে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি থেকে এনামুল হক মণির পদত্যাগের পর গত পরশু আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার - সেদিনের ম্যাচে যিনি দায়িত্ব পালন করেছেন - শরফুদ্দৌলা ইবনে রফিক সৈকত বিসিবির কাছে ঘরোয়া টুর্নামেন্টে আম্পায়ারিং না করার সিদ্ধান্ত জানিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপরই চারিদিকে সমালোচনার পর বিসিবির টনক নড়ে। সৈকতকে বুঝিয়ে-শুনিয়ে পদত্যাগপত্র ফেরাতে রাজি করা হয়, আর হৃদয়ের নিষেধাজ্ঞা আবার এক ম্যাচ বাড়ানো হয়।

এরপর শুক্রবার হঠাৎ মিরপুরে এসে বিসিবিতে মোহামেডানের প্রায় সব খেলোয়াড়কে নিয়ে বৈঠকে বসেন তামিম। মিটিং শেষে সংবাদ সম্মেলনে আসবেন তামিমরা। লিগ বয়কটের মতো সিদ্ধান্তও তারা নিতে পারেন বলে গুঞ্জন আছে বাতাসে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়