Apan Desh | আপন দেশ

হৃদয়কে নতুন করে শাস্তি দেয়া হাস্যকর: তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ২৫ এপ্রিল ২০২৫

হৃদয়কে নতুন করে শাস্তি দেয়া হাস্যকর: তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই আলোচনায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্রিকেটার ও আম্পায়ারের মধ্যকার তর্কে জড়ানোর ঘটনা। যে ঘটনায় শাস্তি পেয়েছেন মোহামেডানের তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয়। তবে মাঝে আবার সেই শাস্তি কমিয়ে দেয়া হয়। তবে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তার আপত্তি জানিয়ে বিসিবিকে একটি চিঠি দিয়েছিলেন। যার ভিত্তিতে পুনরায় তাওহীদ হৃদয়ের শাস্তি পুনঃবহাল করা হয়।

দেশের ক্রীড়াঙ্গনে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে শোনা যায়, হৃদয়ের ইস্যুতে সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা। সেখানে থাকবেন অসুস্থতার কারণে মাঠে বাইরে থাকা মোহামেডানের অধিনায়ক তামিম ইকবালও।

যার ধারাবাহিকতায় শুক্রবার (২৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলায় হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, ইলিয়াস সানী, নাঈম শেখ ও জিয়াউর রহমানরা। এ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বসেন ক্রিকেটাররা।

সাক্ষাৎ শেষে সাংবাদিককেদর মুখোমুখি হয়ে তাওহীদ হৃদয়ের শাস্তির বিষয়ে কথা বলেছেন তামিম ইকবাল। তিনি বলেন, প্রথমে যখন দুটি ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়, তখন কেউ কোনো কথা বলেনি। এরপর এক ম্যাচের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়। আবার দুই ম্যাচ খেলার পর এখন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। হৃদয়ের ব্যাপারটা কোনো সেন্সই মেক করে না দুই ম্যাচ নিষেধাজ্ঞা দিয়ে উঠিয়ে নেয়া। আবার হৃদয়কে নতুন করে নিষিদ্ধ করার ব্যাপারটা হাস্যকর।

আরওপড়ুন<<>>মেসিকে খেলিয়েও হেরে গেল মায়ামি

হৃদয়কে জোর করে খেলানোয় মোহামেডান থেকে চাপ দেয়া হয়েছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তামিম বলেন, মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কি হয়নি, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে, বিসিবি তাকে খেলার অনুমতি দিয়েছে কি না।

যদি বিসিবি অনুমতি দেয় তাহলে সে শাস্তি ভোগ করেছে। যে ছেলে তার শাস্তি ভোগ করে সে একই অপরাধের জন্য আবার কীভাবে শাস্তি পেতে পারে। এ বিষয়ে আমাদের কথা হয়েছে। আমরা বুঝিয়েছি আমরা কী ফিল করি। তারাও তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তামিম।

উল্লেখ্য, রোববার (১২ এপ্রিল) আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। ম্যাচ শেষেও আম্পায়ারদের নিয়ে গণমাধ্যমের সামনে বিরূপ প্রতিক্রিয়া দেখান তিনি। ওই ঘটনায় হৃদয়ের নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের পক্ষ থেকে আপিল করা হয়েছিল। পরে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। তুলে নেয়া হয় এক ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু আম্পায়ার সৈকতের আপত্তিতে পুনরায় তাওহীদ হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়