Apan Desh | আপন দেশ

তামিমদের চাপে হৃদয়ের শাস্তি এক বছর পেছালো বিসিবি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:১৪, ২৫ এপ্রিল ২০২৫

তামিমদের চাপে হৃদয়ের শাস্তি এক বছর পেছালো বিসিবি

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লীগে অপেশাদার আচরণের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। পরে সেটি কমিয়ে এক ম্যাচে আনা হয়। সেই এক ম্যাচের বহিষ্কারাদেশ এবার এক বছর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও তারা দেয়নি।

বিসিবির এক কর্মকর্তা জানান, তাওহীদ হৃদয়ের শাস্তি আপাতত কার্যকর হচ্ছে না। তবে এ এক বছর যদি সে আবার এমন কোনো আচরণে জড়ায়, তাহলে এ শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে।

আরওপড়ুন<<>>হৃদয়কে নতুন করে শাস্তি দেয়া হাস্যকর: তামিম ইকবাল

এর আগে হৃদয়ের শাস্তি নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শুক্রবার সকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের এক বৈঠকে এ ইস্যু ছিল অন্যতম আলোচ্য বিষয়। পরে সাংবাদিকদের সামনে এসে তামিম ইকবাল এ শাস্তিকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেন। তিনি বলেছিলেন, একই ঘটনায় প্রথমে দুই ম্যাচ, পরে এক ম্যাচ, আবার নতুন করে শাস্তি—এটা কোনো নিয়ম না, এটা হাস্যকর।

উল্লেখ্য, রোববার (১২ এপ্রিল) আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ এবং পরে গণমাধ্যমে সমালোচনা করে ঢাকা প্রিমিয়ার লিগে দুই ম্যাচে নিষিদ্ধ হন তাওহীদ হৃদয়। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এ ক্রিকেটারকে আইন ভঙ্গ করে এক ম্যাচ পরই খেলার সুযোগ দেয় বিসিবি। এ ঘটনায় তোলপাড় হওয়ার পর এবার হৃদয়কে নতুন করে এক ম্যাচ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিসিবি তৃতীয়বারের মতো সিদ্ধান্ত বদলানোয় তা কর্যকর হচ্ছে না এখনই। যার ফলে শনিবার (২৬ এপ্রিল) মোহামেডানের হয়ে খেলতে পারবেন তাওহীদ হৃদয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়