Apan Desh | আপন দেশ

পিএসএল খেলতে দেশ ছাড়লেন নাহিদ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ২৬ এপ্রিল ২০২৫

পিএসএল খেলতে দেশ ছাড়লেন নাহিদ

পাকিস্তানের বিমান ধরার আগে গণমাধ্যমের মুখোমুখি হন নাহিদ।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলতে দেশ ছাড়লেন নাহিদ রানা। প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এ পেসার। ম্যাচ বাই ম্যাচ ভালো করার লক্ষ্য তার।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে পাকিস্তানের উদ্দেশে বিমান ধরেন তিনি।

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের ড্রাফটে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে থাকায় গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া পিএসএলে যেতে পারেননি তিনি।
 
ইতোমধ্যে তার দল খেলে ফেলেছে পাঁচটি ম্যাচ। গ্রুপ পর্বে অবশ্য আরও পাঁচটি ম্যাচ বাকি আছে পেশোয়ারের। সব ঠিকঠাক থাকলে রোববার (২৭ এপ্রিল) কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক হয়ে যেতে পারে তার।
 
পিএসএলের উদ্দেশে দেশ ছাড়ার আগে নাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।
  
ইতোমধ্যে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতাচ্ছেন টাইগার রিস্ট স্পিনার রিশাদ হোসেন। ৪ ম্যাচ খেলে শিকার করেছেন ৮ উইকেট। এবার নিজেকে প্রমাণের পালা নাহিদের।
 
বাংলাদেশিদের মধ্যে নাহিদ-রিশাদ ছাড়াও এবারের পিএসএলে সুযোগ পেয়েছিলেন লিটন দাস। তাকে দলে ভিড়িয়েছিল করাচি কিংস। তবে চোটের কারণে আসর শুরুর আগেই ছিটকে যান তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়