
নতুন করে আবারও শাস্তি পেলেন তাওহীদ হৃদয়।
দেশের ক্রিকেট পাড়ায় গত কয়েক দিন ধরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয় নিয়ে। তবে নতুন খবর হলো, আবারও শাস্তি পেয়েছেন এ ক্রিকেটার। শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হৃদয়। যে কারণে নতুন করে ৪ ম্যাচ নিষিদ্ধ হলেন হৃদয়।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ (২৬ এপ্রিল) গাজী ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে আবারও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তাওহীদ হৃদয়। মোট ৮ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় নতুন করে ৪ ম্যাচ নিষিদ্ধ হলেন এ ক্রিকেটার। আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
নানা নাটকীয়তার পর আজ ঢাকা প্রিমিয়ার লিগে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের জার্সিতে খেলতে নামেন তাওহীদ হৃদয়। কিন্তু মাঠে নেমেই ফের শাস্তি পেতে হলো তাকে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রকাশ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন হৃদয়। এরপর মাথা নাড়িয়ে অসন্তোষ প্রকাশের ইঙ্গিত দেন তিনি। মূলত এ কারণেই শাস্তির মুখোমুখি হয়েছেন তিনি।
এর আগে মোহামেডান-আবাহনী ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পান হৃদয়। পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মন্তব্য করায় আরও এক ম্যাচ নিষিদ্ধ হন।
মোহামেডানের চাপের মুখে বিসিবির আম্পায়ার্স বিভাগ হৃদয়ের দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনে। কিন্তু সিসিডিএমের টেকনিক্যাল কমিটি সে সিদ্ধান্ত বাতিল করে জানায়, নিষেধাজ্ঞা তাৎক্ষণিক কার্যকর করতে হবে।
কিন্তু গতকাল (২৫ এপ্রিল) তামিম ইকবালের নেতৃত্বে একদল ক্রিকেটার বিসিবি সভাপতির সঙ্গে দেখা করে হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে আপত্তি জানান। এরপর বিসিবি সিদ্ধান্ত নেয়, হৃদয়ের নিষেধাজ্ঞা চলতি মৌসুমে কার্যকর না হয়ে আগামী বছরের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে প্রযোজ্য হবে। ফলে আজকের ম্যাচে খেলতে পারেন হৃদয়।
মাঠে নেমে অবশ্য দলের খুব বেশি উপকার করতে পারেননি তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি চার মেরে ৫৪ বলে করেছেন ৩৭ রান। ওয়াসি সিদ্দীকের বলে পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। তার আউটের সময় মোহামেডান তখন ৯১ রানের দূরত্বে ছিল। হৃদয়ের বিদায়ের পরপরই আরিফুল ইসলামও আউট হয়ে গেলে দলটি চাপের মধ্যে পড়ে যায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি হৃদয়ের মাঠের আচরণও আরও একবার বিতর্ক তৈরি করলো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।