Apan Desh | আপন দেশ

বড় হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু যুবাদের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ২৬ এপ্রিল ২০২৫

বড় হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু যুবাদের

ট্রফির সঙ্গে বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম (বাঁয়ে) ও ভিমান্থ দিন্সারা। ছবি: বিসিবি।

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। স্বাগতিক দেশের যুবাদের কাছে প্রথম ম্যাচে ৯৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কান যুবারা।

শনিবার (২৬ এপ্রিল) কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান করে লঙ্কান যুবারা। ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের যুবারা মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে যায়।

এদিন লঙ্কান যুবাদের বিপক্ষে বোলিংটা অবশ্য দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের বোলাররা। পাওয়ারপ্লেতেই জোড়া আঘাত হানেন পেসার ইকবাল হোসেন ইমন। ইনিংসের দ্বিতীয় ওভারে তার বলে লঙ্কান ওপেনার দুলনিথ সিগেরা উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। দলের রান তখন মাত্র ৭। সপ্তম ওভারের শেষ বলে ইমন তার দ্বিতীয় শিকার ধরেন আরেক ওপেনার দিমান্থা মাহাভিথানাকে।

এরপর ভিমাথ দিনসারা ও রিকাজ দ্বিতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়েন। অধিনায়ক ভিমাথ দিনসারা ১৯ রান করে ১৮তম ওভারে রিজানের বলে এলবিডব্লিউ হন। ২৯.৫ ওভারে লঙ্কানদের ৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ভালো অবস্থানেই ছিল।

আরওপড়ুন<<>>নতুন করে ফের ৪ ম্যাচ নিষিদ্ধ হলেন তাওহিদ হৃদয়

তবে সপ্তম উইকেটে চামিকা হিনাতিগালা ও কাভিজা গ্যামেজ ১২৭ রানের অবিচ্ছিন্ন এক বিশাল জুটি গড়ে দলের স্কোর আড়াইশর কাছাকাছি নিয়ে যান। চামিকা অপরাজিত থাকেন ৯২ বলে ৭৮ রান করে এবং কাভিজা অপরাজিত থাকেন ৬০ বলে ৫৯ রান করে। বাংলাদেশের পক্ষে ইমন ও রিজান ২টি করে উইকেট লাভ করেন।

২৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা খুব খারাপ ছিল না। ওপেনার জাওয়াদ আবরার ১৪ রান করে দলীয় ২৯ রানে ফিরলেও আরেক ওপেনার কালাম সিদ্দিকি অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৫ রানের একটি ভালো জুটি গড়েন। দল ৭৪ রানে পৌঁছালে তামিম ২৪ রানে আউট হন। আর এখানেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। 

২ উইকেটে ৭৪ রান থেকে পরের ৬৯ রান তুলতেই তারা হারায় অবশিষ্ট ৮ উইকেট এবং গুটিয়ে যায় ১৪৩ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে কালাম সিদ্দিকির ব্যাট থেকে। শ্রীলঙ্কার পক্ষে ভিগ্নেশ্বরন আকাশ মাত্র ৩৫ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আগামী ২৮ এপ্রিল হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে। সিরিজে সমতা ফেরাতে হলে বাংলাদেশ যুব দলকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়