Apan Desh | আপন দেশ

সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ টাইগার কোচের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ২৭ এপ্রিল ২০২৫

সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ টাইগার কোচের

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স

বিদেশে কিম্বা দেশের মাঠে কোথায় পারফর্ম করতে পারছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সে হোক রঙিন অথবা সাদা পোশাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ঘরের মাঠে টেস্ট সিরিজেও সুবিধা করতে পারেননি তারা। সবশেষ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারের স্বাদ পেয়েছে লাল সবুজ দল। পুরো চার দিনেই গ্যালারিতে দর্শক তেমন দশকের দেখা মেলেনি। তাই চট্টগ্রাম টেস্টের আগে দর্শকের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

সিলেট টেস্ট শেষে এরইমধ্যে চট্টগ্রামে উড়ে গেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। সোমবার (২৮ এপ্রিল) থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। এ ম্যাচ ঘিরেও সমর্থক অনুপস্থিতির শঙ্কা থেকে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।

রোববার (২৭ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, (সমর্থকদের) অবশ্যই ধৈর্য ধরতে বলব। বিশেষ করে বাংলাদেশের ভক্তদের। আমি জানি সবার খেলার প্রতি প্যাশন ও ভালোবাসা কত বেশি এখানে। সবাই চায় বাংলাদেশ আরও ভালো করুক। তবে আমি অনুরোধ করব ধৈর্য ধরতে। আমরা চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক কাজটা করতে।

দেশের ক্রিকেটে অবশ্য এখন মাঠের বাইরের ইস্যুই বেশি আলোচিত। ডিপিএলে তাওহীদ হৃদয়ের শাস্তি কিংবা বিসিবির আর্থিক বিষয়াদি নিয়ে চলমান বিতর্ক জাতীয় দলের ক্রিকেটারদেরও প্রভাবিত করতে পারে। তবে তাদের এসবের বাইরে রাখার কথা জানিয়ে সিমন্স বলেন, কোচ হিসেবে আমরা চেষ্টা করি তাদেরকে এসব ব্যাপার থেকে দূরে রাখতে। আমরা টেস্ট ম্যাচ খেলছি। সামনে ফাইনাল মিটিং (ম্যাচ) আছে। আমরা এখানেই মনোযোগ ধরে রাখতে চাচ্ছি। এর বাইরে বেশি কিছু ভাবতে চাচ্ছি না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়