Apan Desh | আপন দেশ

৫ বলে ১২ রান করেই দুই রেকর্ডবুকে রোহিতের নাম 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৩, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:২৪, ২৭ এপ্রিল ২০২৫

৫ বলে ১২ রান করেই দুই রেকর্ডবুকে রোহিতের নাম 

সংগৃহীত ছবি

ব্যাট হাতে এবারের আইপিএলে নিজের ওপরে থাকা প্রত্যাশা যেন পূরণই করতে পারছেন না আইপিএলের অন্যতম সফল ব্যাটার রোহিত শর্মা। দুই ফরম্যাটে ভারতের অধিনায়ক রোহিত এবারের আইপিএলে শুরু থেকেই খুব একটা ছন্দে নেই। মাঝে পরপর দুই ম্যাচে ৭০ রানের ইনিংস খেলে রেকর্ডের পাতায় নাম তুলেছিলেন বটে, তবে আজ আবার লখনৌর বিপক্ষে নিষ্প্রভ হয়ে রইলেন তিনি। 

লখনৌর বিপক্ষে ম্যাচে নন-স্ট্রাইক এন্ডে থেকেই প্রথম দুই ওভার পার করেছেন রোহিত শর্মা। তৃতীয় ওভারের প্রথম বলে হলো ওয়াইড। এরপরেই নিজের মোকাবেলা করা প্রথম দুই বৈধ ডেলিভারিতে পরপর ছক্কা হাঁকিয়েছেন ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকায় নামা রোহিত শর্মা। ওই ওভারেই অবশ্য আউট হয়েছেন তিনি। ৫ বলে ১২ রান করে ফিরে যান সাজঘরে। 

কিন্তু ২ ছক্কায় করা ১২ রানই আইপিএলের দুই রেকর্ডবুকে রোহিত শর্মার নামটা তুলে এনেছে। প্রথম রেকর্ড ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা মারার হিসেবে। এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে ওপেনারদের মধ্যে এমন কিছু করে দেখাতে পেরেছেন কেবল তিনজন। রোহিত শর্মার আগে ওপেনারদের মধ্যে ব্যাটিং ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন কেবল বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। 

আরও পড়ুন>>>জরুরি বৈঠকে বসছে বিসিবি

কোহলি ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ও জয়সওয়াল ২০২৩ সালে কলকাতার বিপক্ষে নিজের মোকাবিলা করা প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এর আগে নিজের ব্যাটিং ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকানোর কৃতিত্ব ছিল কেবলমাত্র হরভজন সিংয়ের। 

এছাড়া আইপিএলে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় এখন দুইয়ে উঠে এসেছে রোহিত শর্মার নাম। শুরুর ৬ ওভারে এখন আইপিএলে রোহিতের চেয়ে বেশি ছক্কা আছে কেবল রোহিত শর্মার। ক্রিস গেইল আইপিএলের পাওয়ারপ্লেতে হাঁকিয়েছেন ১৪৩ ছক্কা। রোহিতের ছক্কার সংখ্যা ১০৭টি।  

আইপিএলে পাওয়ারপ্লেতে ১০০ এর বেশি ছক্কা আছে আর কেবল ডেভিড ওয়ার্নারের। অজি ওপেনারের ছয়ের সংখ্যা ১০৫টি। চারে থাকা কুইন্টন ডি কক পাওয়ারপ্লেতে আদায় করতে পেরেছেন ৮২ ছক্কা। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়