
তানজিম হাসান সাকিবকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন মুশফিকুর রহিম
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে কোনঠাসা বাংলাদেশ দল। সিরিজে ফিরতে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে স্বাগতিক দল। টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে লাল সবুজের প্রতিনিধিরা। সিলেট টেস্টের একাদশে সুযোগ না মিললেও চট্টগ্রামে অভিষেক হয়ে গেল তানজিম হাসান সাকিবের।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। সিরিজ বাঁচানোর টেস্টে বাংলাদেশের ১০৭তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। তাকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন সাবেক অধিনায়ক অভিজ্ঞ মুশফিকুর রহিম।
ইনিংসের দ্বিতীয় ওভারে ব্রায়ান বেনেটকে বল করার মধ্যে দিয়ে সাদা পোশাকে ক্রিকেটে যাত্রা শুরু হলো এ পেসারের। প্রথম বলে কোনো রানই দেননি সাকিব। এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবয়ের সংগ্রহ ৯.২ ওভারে ৩০ রান। ব্রায়ান বেনেট ১৩ এবং বেন কারান ১৩ রান নিয়ে ব্যাট করছেন।
ঘুরে দাঁড়ানোর অভিযানে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পিএসএল খেলতে যাওয়ায় স্কোয়াডেই নেই নাহিদ রানা। এছাড়া বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ। এছাড়া প্রায় তিন বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক। স্পিন বিভাগে শক্তি বাড়িয়ে দলে যোগ করা হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে। ওপেনিং জুটিতে সাদমান ইসলামের সঙ্গী হয়েছেন এনামুল হক বিজয়।
এদিকে সিরিজ জেতার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। আগের ম্যাচে উইকেটের পেছনে একাধিক সহজ ক্যাচ ছেড়ে দেওয়া নিয়াশা মায়াভোকে বাদ দিয়েছে তারা। জায়গা হয়নি পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচির। মায়াভোর জায়গায় চট্টগ্রামে কিপিং করবেন টাফাডজোয়া সিগা। এছাড়া টেস্ট অভিষেক হয়েছে ভিনসেন্ট মাসেকেসার। জিম্বাবুয়ের ১৩৭তম টেস্ট ক্রিকেটার ২৮ বছর বয়সী লেগ স্পিনার।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।