
ফাইল ছবি
জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৮ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ক্রমবর্ধমান এ উত্তেজনা পরমাণু শক্তিধর দুই দেশকে শেষ পর্যন্ত সামরিক সংঘাতের দিকে ঠেলে দেয় কি না তা নিয়ে ভাবছে পর্যবেক্ষকরা। কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হচ্ছে প্রায় প্রতিদিনই। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পাক-ভারত ক্রীড়াঙ্গনেও পড়েছে।
যে কারণে পাকিস্তানে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় দল। আগামী মাসে ইসলামাবাদে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা রয়েছে। প্রথমে ঠিক ছিল সেখানে ভারত দল পাঠাবে। কিন্তু পেহেলগামে হামলার পর সে সিদ্ধান্তে বদল হয়েছে।
পাকিস্তান ভলিবল সংস্থার কর্মকর্তা আব্দুল আহাদ জানিয়েছেন, ২৮ মে থেকে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। ভারত প্রথমে জানিয়েছিল, ২২ খেলোয়াড়সহ ৩০ জনের দল তারা পাঠাবে। আব্দুল আরও জানিয়েছেন, ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে পরিস্থিতি বদলেছে। ভারতীয় ভলিবল সংস্থা জানিয়েছে, তারা দল পাঠাচ্ছে না। হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে গেছে। আইসিসি ও এশীয় স্তরের প্রতিযোগিতায় শুধু দুই দেশ মুখোমুখি হয়। এবারের কাশ্মিরে হামলার ঘটনায় সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভারতে খেলতে এসেছে পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে যায়নি। এশিয়া কাপ ও সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে খেলা হয়েছে। ফলে ঠিক হয়েছে, পাকিস্তানও আর ভারতে ক্রিকেট খেলতে আসবে না। তার মাঝেই পাকিস্তানে আয়োজিত আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলল ভারত।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।