Apan Desh | আপন দেশ

সাকিবদের হতাশ করে জিম্বাবুয়ের প্রতিরোধ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৪, ২৮ এপ্রিল ২০২৫

সাকিবদের হতাশ করে জিম্বাবুয়ের প্রতিরোধ

শুরুর সাফল্য ধরে রাখতে ব্যর্থ তানজিম সাকিবরা

চট্টগ্রাম টেস্টে দিন যতই গড়াচ্ছে ততই নিজেদের অবস্থান শক্ত করছে জিম্বাবুয়ে। ১১তম ওভারে সাদা পোশাকের ক্রিকেটে নিজের প্রথম উইকেট তুলে নিলেও সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তানজিম হাসান সাকিব। ফলে ৭২ রানে ২ উইকেট হারালেও শন উইলিয়ামস ও নিক ওয়েলসের ব্যাটে প্রতিরোশ গড়েছে সফরকারীরা।

সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছিল জিম্বাবুয়ে। বিনা উইকেটে ৪০ রান তুলেছিল তারা। তবে দলীয় ৪১ রানে ব্রায়ান বেনেটকে ফেরান অভিষিক্ত তানজিম হাসান সাকিব। ৭২ রানে বেন কারেনকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। 

এর পরের সেশনটা স্বাগতিকদের জন্য পুরাই হতাশার। এ সেশনে কোনো উইকেট না হারিয়ে শক্ত ভিত গড়ে নিয়েছে সফরকারীরা। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে তৃতীয় উইকেটে দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের নিয়ন্ত্রণ নেন ওয়েলচ-উইলিয়ামস। ফিফটির দেখা পেয়েছেন দু’জনেই। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে বাংলাদেশকে ভোগাচ্ছেন তারা।

চায়ের বিরতিতে যাওয়ার আগে সফরকারীদের স্কোর ৫৬ ওভারে ২ উইকেটে ১৬১। এ সেশনে ২৮ ওভারের খেলা হয়েছে, কোনও উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে যোগ করেছে ৭২ রান। ওয়েলচ-উইলিয়ামস জুটি অবিচ্ছিন্ন আছে ৮৯ রানে। তবে চা বিরতি থেকে ফিরেই চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়েছেন নিক ওয়েলস। ১৩১ বলে ৫৪ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৬৩ রান। শন উইলিয়ামসের ৫৮ এবং ক্রেগ অরভিন ০ রানে অপরাজি আছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়