Apan Desh | আপন দেশ

ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ২৯ এপ্রিল ২০২৫

ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি

আগামী জুনেই রেকর্ড পারিশ্রমিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এমনই খবর দিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে ফেলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে সব কিছু নির্ভর করছে রিয়াল মাদ্রিদ কবে বিদায় জানায় আনচেলত্তিকে।

দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, প্রথম ধাপে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এক বছরের চুক্তিতে আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন। যদিও ৬৫ বছর বয়সী আনচেলত্তি ডিসেম্বর ২০২৩-এ রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত নবায়ন করেছিলেন। তবুও ইতোমধ্যেই ড্রেসিং রুমে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ধারণা করা হচ্ছে, কার্লো আনচেলত্তি চলতি লা লিগা মৌসুম শেষ করেই জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন। এর ফলে তিনি এ গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের কোচ থাকছেন না। আনচেলত্তির ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিকতা নিয়ে মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে আগামী কয়েক ঘণ্টা ও দিনে আলোচনা চলবে বলে জানা গেছে।

আরওপড়ুন<<>>শেষ বিকেলে তাইজুলের ভেলকি

রিয়াল মাদ্রিদ এখন নতুন কোচ খুঁজতে ব্যস্ত। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফুটবল ডিরেক্টর সান্তি সোলারি এগিয়ে আছেন। তবে নতুন কোচ হিসেবে বায়ার লেভারকুজেনের কোচ জাবি আলোনসোকেই সবচেয়ে সম্ভাবনাময় মনে করা হচ্ছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) অনেকদিন ধরেই আনচেলত্তির প্রতি আগ্রহী ছিল এবং CBF প্রেসিডেন্ট এডনালদো রড্রিগেস তাকে ‘স্বপ্নের কোচ’ বলেও অভিহিত করেছিলেন। আনচেলত্তির সঙ্গে সাক্ষাতের জন্য গত ১৬ এপ্রিল আর্সেনালের বিপক্ষে মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনাল ম্যাচে CBF-এর প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেস উপস্থিত ছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু স্বীকার করেনি, জানা গেছে আলোচনাগুলি সম্মানের সঙ্গেই এগোচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়