
ছবি: সংগৃহীত
দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করেছে বাংলাদেশ। আগের দিনের সঙ্গে মঙ্গলবার (২৯ এপ্রিল) জিম্বাবুয়ের ইনিংসে কোনো রান যোগ করতে দিলেন না তাইজুল ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান। এখনও প্রথম ইনিংসে ১২২ রানে পিছিয়ে স্বাগতিকরা। ৯১ বলে ৬৫ রানে ব্যাট করছেন সাদমান ইসলাম, ৬৫ বলে ৩৮ রানে দলে ফেরা এনামুল হক বিজয়।
চট্টগ্রামে ৬ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এর আগে ক্যারিয়ারে ১৬তম বারের মতো ৫ উইকেট নিলেন এ স্পিনার।
আরওপড়ুন<<>>ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি
সোমবার (২৮ এপ্রিল) উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। ২১ রানে ব্রায়ানকে ফিরিয়ে অভিষেক টেস্টেই নিজের প্রথম উইকেট তুলে নেন তানজিম সাকিব। আরেক ওপেনার বেন কারানকে ফেরান তাইজুল ইসলাম। দলীয় ৭২ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে।
চাপ সামলে স্বাগতিকদের পাল্টা জবাব দিতে থাকেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। দুজনেই তুলে নেন হাফ-সেঞ্চুরি। কিন্তু ১৭৭ রানে দুই উইকেট থেকে ২১৭ রানেই হারায় ৯ উইকেট—৪০ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ।
তাইজুল নেন ৬টি এবং নাঈম হাসান ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।