
টাইগার ওপেনার সাদমান ইসলাম
ব্যাটিং ব্যর্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে সেই ক্ষতি পূরণ করতে চট্টগ্রাম টেস্টে পণ করেই যেন নেমেছিলেন টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দীর্ঘ ২৮ মাস পর সেঞ্চুরি জুটি পেয়েছেন বাংলাদেশের ওপেনাররা। অন্যদিকে, চার বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম।
প্রথমে ব্যট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআইট হয়ে যায় জিম্বাবুয়ে। সোমবার (২৮ এপ্রিল) ৯ উইকেটে ২২৭ রানে প্রথম দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দ্বিতীয় দিনে কোনো রান যোগ না করেই অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে শুরুটা দুর্দান্ত করেন টাইগার ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান। গড়েন ১১৮ রানের নান্দনিক জুটি। চট্টগ্রামের এ মাঠেই এর আগের শতরানের ওপেনিং জুটি পেয়েছিল বাংলাদেশ। তবে সেটা ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান গড়েছিলেন ১২৪ রানের জুটি।
আজ ৩ বছর ও ৩৩ ইনিংস পর ভাঙল আড়াই বছরের খরা। সবশেষ ১৩ ইনিংসে উদ্বোধনী জুটিতে পঞ্চাশও ছিল না বাংলাদেশের। দলীয় ১১৮ রানে বিজয় ফিরলে ভাঙে বাংলাদেশের দারুণ এই জুটি। ৮০ বলে ৩৯ রান করে থামেন হঠাৎই টেস্টে ডাক পাওয়া এ ওপেনার।
ব্লেসিং মুজারাবানির বলে এলবিডব্লিউ হন তিনি। তবে বিজয় ফিরলেও আরেক পাশে রানের চাকা সচল রেখে খেলতে থাকেন সাদমান। দ্বিতীয় সেশনে সাদমান পেয়ে যান কাঙ্খিত সেঞ্চুরিও। ৪২তম ওভারে রিচার্ড এনগারাভার বলে চার মেরে রাজকীয় ভঙ্গিতেই ম্যাজিক ফিগার স্পর্শ করেন এ ওপেনার।
আরওপড়ুন<<>>জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে ভালো শুরু বাংলাদেশের
ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক। প্রথম শতকও এ দলের বিপক্ষে। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতক হাঁকিয়েছিলেন সাদমান।
হারারের সেই সেঞ্চুরির পর তিনটা ফিফটি করেছেন সাদমান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে করে ফেলেছিলেন ৯৩ রানও। তবে সেঞ্চুরি আর পাওয়া হয়নি। অবশেষে ২৬ ইনিংস পর এল সেই মুহূর্ত। সেঞ্চুরি করার পথে ১ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন সাদমান।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এ মুহূর্তে ৪৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান টাইগারদের। সাদমান ১০৩ রানে ও মুমিনুল হক ১২ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের থেকে বাংলাদেশ পিছিয়ে এখন মাত্র ৭১ রানে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।