Apan Desh | আপন দেশ

ফিটনেস ঘাটতি নিয়ে প্রথম ওয়ানডেতে খেলবেন তামিম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ৪ জুলাই ২০২৩

ফিটনেস ঘাটতি নিয়ে প্রথম ওয়ানডেতে খেলবেন তামিম

ছবি : সংগৃহীত

পুরো ফিট নন নিজেই নিশ্চিত করলেন দেশসেরা এই ওপেনার তামিম ইকবাল। ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও প্রথম ওয়ানডেতে খেলবেন তিনি।

মঙ্গলবার (৪জুলাই) সাগরিকায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন তিনি।

গত কয়েক মাস ধরেই ইনজুরিতে ভুগছেন তামিম ইকবাল! মূলত পিঠের পুরনো ব্যথা ফিরে আসায়, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তাকে পাওয়া যায়নি বলে জানা যায়। এমনকি মাসখানেক ধরে কোমরের চোটে ভুগছিলেন দেশসেরা এই ওপেনার। রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাকে।

সম্প্রতি চোট কাটিয়ে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই অনুশীলনে ফেরেন তামিম। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও সারেন এই ওপেনার। তবে সিরিজ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগেই ফের তাকে ঘিরে দুঃসংবাদ। 

তামিম জানালেন, আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না, পুরোপুরি শতভাগ (ফিট আছে)। খেলার পর বুঝতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত আমি আগামীকাল (বুধবার) খেলবো। এদিকে, দলের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তনেরও ইঙ্গিত দিলেন তামিম। এক্ষেত্রে মেডিকেল বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার কথাও জানালেন লাল-সবুজের এই প্রাণভোমরা।

তামিমের ভাষ্যমতে, আমি দেখতে চাই, আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না, যেটাতে দল ভুক্তভোগী হয়। আমি সব সময় বলি, ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবচেয়ে আগে। এখন মনে হচ্ছে, আমি আগামীকালের (৫ জুলাই) জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে, এ রকম কিছু; তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেবো। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়