Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাংলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ৭ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাংলেন তামিম

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙ্গে দলে ফিরলেন তামিম ইকবাল খান। তবে দেড় মাস থাকবেন ছুটিতে। এরপর এশিয়াকাপ থেকে অধিনায়ক হিসেবে জাতীয় দলে দেখা যাবে তাকে।

এদিকে জাতীয় দলে ফেরায় উচ্ছ্বসিত দেশে বিদেশের তামিমভক্তরা। প্রিয় খেলোয়াড়কে দলে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট প্রেমিরা।

জাতীয় দলে ফেরার খবরে তামিমের বাসা থেকে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে ভক্তদেরকে। দেশ বিদেশে বিভিন্ন স্থানে তামিম জাতীয় দলে ফেরার আনন্দে উচ্ছসিত ও আনন্দ মিছিল করতে দেখে গেছে।

শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে গণভবনের যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন মাশরাফি বিন মোর্ত্তাজা। এর আগে তামিমকে সঙ্গে আনেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সন্ধা ছয়টার দিকে তিনি গণভবন থেকে বের হন। বের হওয়ার সময় তার সঙ্গে বিসিবির পরিচালক নাজমুল হাসান পাপনকে দেখা গেছে। 

আরও পড়ুন <> তামিমের কান্নাভেজা অবসরের নেপথ্যে...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এরপর রাতেই বিসিবির নেতৃবৃন্দ সভা করে। তাতে সভাপতি নাজমুল আহসান পাপন জানান তামিমের অবসরের ঘোষণার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাকে এসএমএস পাঠানো হয়েছে। অপেক্ষা করছিলেন। 
এদিকে আইসিসি জানিয়েছে তামিমের অবসর বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা।  

২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এর পর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই খেলছেন ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই বাঁহাতি ওপেনার। 

আরও পড়ুন <> প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়