ফাইল ছবি
অবশেষে চাকরি ছাড়লেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই টেকনিক্যাল ডিরেক্টর বাফুফেতে যোগ দিয়েছিলেন ২০১৬ সালে।
পলকে সব রকম স্বাধীনতা দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু পল মূলত বেশি করেছেন মেয়েদের নিয়েই। ছেলেদের বয়সভিত্তিক ফুটবলে সেভাবে তার সম্পৃক্ততা দেখা যায়নি। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তার যে ভূমিকা, সেখানে দেখা গেছে অনেক ঘাটতি।
কিছুদিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পল বলেছিলেন, এখানে কাজের পরিবেশ নেই, তাই থাকব না।
আরও পড়ুন: উইম্বলডনের ফাইনালে জোকোভিচ-আলকারাস মুখোমুখি
তবু, বাফুফে সভাপতি তাকে রাখার চেষ্টা করেছেন। টানাপোড়েনের কারণে পল স্মলি নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে সাবিনাদের দলের কর্মকর্তাদের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।
বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পল প্রথম ঢাকায় আসেন ২০১৬ সালে। ২০১৯ সালের অক্টোবরে চলে যান। তখন ব্রুনাই জাতীয় দলের কোচ হন। পরে তাকে আবার ফিরিয়ে আনেন বাফুফে সভাপতি।
আগামী বছর আগস্ট পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি ছিল পলের। এক বছর আগেই তিনি দায়িত্ব ছাড়লেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।