Apan Desh | আপন দেশ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ৩১ জুলাই ২০২৩

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম

দেশে ফিরেছেন তামিম ইকবাল

ঢাকা: লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে দেশে ফিরেছেন তিনি। এসময় বিমানবন্দরে যথারীতি ছিল সংবাদকর্মীদের ভিড়। তবে ভিআইপি পার্কিং থেকেই গাড়িতে উঠে চলে যাওয়ায় তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি কারও।

তামিম দীর্ঘদিন ধরেই কোমরের সমস্যায় ভুগছেন। লন্ডনে তার চিকিৎসা করেছেন মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ড। তামিমের সমস্যা মেরুদণ্ডের কোমরের দিকের অংশে, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যে অংশটিকে বলা হয় L-4 ও L-5।

জানা গেছে, অস্ত্রোপচার করালে তামিমকে তিন-চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতো। এরপরও তার পুরোপুরি চোটমুক্ত হওয়ার নিশ্চয়তা ছিল না। আর তার সমস্যাটি এমনও নয় যে অস্ত্রোপচার করাতেই হবে। তাই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে অস্ত্রোপচারের পথে যাননি তিনি। দেশে ফিরছেন লন্ডনে দুই দফায় চারটি ব্যথানাশক ইনজেকশন নিয়ে।  

আগামী সপ্তাহখানেক বিশ্রামে থাকবেন তামিম। পরের এক সপ্তাহ একটু একটু করে ফিটনেস এবং পুনর্বাসনের কাজ করবেন। আর তা হতে পারে আগামী ৫ বা ৬ আগস্ট থেকেই। এই কাজটা কীভাবে হবে, হ্যামন্ডের পরামর্শমতো সেটি ঠিক করে দেবেন বিসিবির চিকিৎসক ও ফিজিও-ট্রেনাররা। তবে বিশ্রামের মধ্যেই বিসিবির সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে পারেন তিনি।

এদিকে আজ (৩১ জুলাই) থেকে মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। প্রস্তুতি ক্যাম্পে ৩২ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে। এর মধ্যে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও আছেন।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়