Apan Desh | আপন দেশ

বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ১১ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:৪০, ১১ আগস্ট ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

ফাইল ছবি

অবশেষে সকল জল্পনা-কল্পনার সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য টাইগারদের নেতৃত্বে থাকবেন সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে শুক্রবার (১১ আগস্ট) নিশ্চিত করেছেন এ খবর।

আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন সাকিব। ওয়ানডেতে দায়িত্ব পাওয়ায় এখন তিন ফরম্যাটেই এক অধিনায়কের অধীনে বাংলাদেশের ক্রিকেট। এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আরও পড়ুন: সাকিবকে কোনো শর্ত দেবে না বোর্ড

তামিম ইকবাল নেতৃত্ব ছেড়ে দেয়ার পর সাকিবের সঙ্গে অধিনায়কের দৌড়ে ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত অভিজ্ঞতাতেই ভরসা রেখেছে বিসিবি।

সাকিব এর আগে বাংলাদেশ দলকে ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় এসেছে ২৩ ম্যাচে। ২০১১ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপে খেলেছিল টাইগাররা।

২০২০ সালে মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন তামিম। তার নেতৃত্বে ওয়ানডে সুপার লিগে সেরা তিনে থেকে শেষ করে বাংলাদেশ। তবে চোটের কারণে সাম্প্রতিক সময়ে দলে অনিয়মিত হয়ে পড়েন তামিম।

আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট যখন যেভাবে পাবেন

জুলাইয়ের শুরুতে দেন আবেগী অবসরের ঘোষণা। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরতে হয় তামিমকে। কিন্তু চোটের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে পড়ায় গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে আলোচনা করে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তামিম। সাকিব তারই স্থলাভিষিক্ত হলেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়