Apan Desh | আপন দেশ

বেতন বাড়লো নারী ফুটবলারদের, শৃঙ্খলা ভঙ্গ করলেই শাস্তি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ১৬ আগস্ট ২০২৩

বেতন বাড়লো নারী ফুটবলারদের, শৃঙ্খলা ভঙ্গ করলেই শাস্তি

ফাইল ছবি

জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের অন্যান্য সুযোগ-সুবিধাসহ বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই এ দাবিতে একটু জোর দিয়েই করেছিলেন সাবিনার দল। বাফুফে অবশ্য আর্থিক সংকটের অজুহাতে গত ১০ মাস সাবিনাদের দাবি পূরণ করতে পারেনি। অবশেষে নারী ফুটবলারদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে বাফুফে।

জাতীয় দলের ৩১ ফুটবলারের সঙ্গে চুক্তি করে বাফুফে বেতন বাড়িয়েছে। সাবিনাদের দাবি ছিল ৫০ হাজার টাকা করে বেতন। সাবিনাসহ ১৫ জন ফুটবলারকে মাসে ৫০ হাজার টাকা করেই বেতন দেবে বাফুফে।

বিসিবির রোষানল, ম্যাচ রেফারির চাকরি গেল দেবব্রত পালের

বুধবার (১৬ আগস্ট) বাফুফে ভবনের সভাকক্ষে নারী ফুটবলারদের ডেকে এনে তাদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাফুফে। ৩১ ফুটবলারের মধ্যে ১০ জন বেতন পাবেন ৩০ হাজার টাকা করে। বাকি ৬ ফুটবলারের বেতন ১৮ থেকে ২০ হাজার টাকার মধ্যে। নারী ফুটবলারদের সঙ্গে বাফুফের এই চুক্তি ৬ মাসের জন্য। কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

আগে সাবিনা খাতুন বেতন পেতেন ২০ হাজার। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে। এখন ৫০ হাজার টাকা করে যারা বেতন পাবেন তাদের মধ্যে ১৪ জনের বেতন বাড়লো ৫ গুণ।

বেতন বৃদ্ধির পাশাপাশি মেয়েদের হাতে কঠোর আচরণবিধিও ধরিয়ে দিয়েছে বাফুফে। পান থেকে চুন খসলে অনুশীলন বর্জন, বাফুফেকে না জানিয়ে কোথাও খেলতে যাওয়া- এসব চলবে না এখন থেকে। কোনো ফুটবলার শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ক্যাম্প থেকে বের করে দেয়া হবে বলেও চুক্তিপত্রে শর্ত জুড়ে দিয়েছে বাফুফে।

অর্থের অভাবে এই মেয়েদের অলিম্পিক বাছাই খেলতে পাঠাতে পারেনি বাফুফে। তাহলে এখন এই বেতনের অর্থের জোগান আসবে কোথা থেকে? এমন এক প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি বলেছেন, ফিফার ফান্ড ও স্পন্সর থেকে মেয়েদের বেতনের টাকা দেবেন তারা।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

বাফুফে সভাপতি আশা করছেন, মেয়েরা আরও ভালো পারফরম্যান্স করুক। আমি তাদের আরও দিতে প্রস্তুত। আমি চাই ওরা আরও ভালো খেলুক, আরও বেতন দাবি করুক। সামর্থ্য থাকলে আমি ওদের বেতন আরও দিতাম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়