ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি দল নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করেছে। রোববার (৩ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর কারখানা ও পরের দিন প্রধান কার্যালয় পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি।
কিন্তু দলটি কোম্পানির কারখানা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি। কারণ কারখানা প্রাঙ্গণ সম্পূর্ণরূপে বন্ধ থাকায় তারা পরিদর্শন করতে পারেনি। তবে তারা ঢাকায় প্রধান কার্যালয় পরিদর্শন করে দেখে কার্যালয় প্রাঙ্গণটি ওএমসি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ব্যবহার করছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।