Apan Desh | আপন দেশ

‘শেয়ার বাজারে বিনিয়োগে প্রয়োজন বিশ্লেষণ ক্ষমতা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ৩ মার্চ ২০২৪

‘শেয়ার বাজারে বিনিয়োগে প্রয়োজন বিশ্লেষণ ক্ষমতা’

ছবি: সংগৃহীত

শেয়ার বাজারে বিনিয়োগ করতে সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্লেষণ ক্ষমতা। এ বাজারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল ভিত্তি হলো চাহিদা ও যোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা। প্রাইস মুভমেন্ট, ভলিউম অব ট্রেডসহ অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়। বলেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

রোববার (৩ মার্চ) ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত এক কর্মশালার উদ্বোধনীতে এসব কথা বলেন।

ডিএসই এমডি বলেন, এ মার্কেটে বিনিয়োগ করার জন্য শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসই যথেষ্ট নয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত। টেকনিক্যাল অ্যানালাইসিস একটি সিগন্যাল দেয় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। প্রাথমিক অবস্থায় বিভিন্ন জনের কাছ থেকে শুনে হয়তো কিছু লাভ করা যায়, কিন্ত শেয়ার বাজারে বিনিয়োগের জন্য প্রয়োজন জেনে, শুনে ও বুঝে বিনিয়োগ করার সঠিক শিক্ষা। আর শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারীর অংশগ্রহণের মাধ্যমে দক্ষ বাজার তৈরি হয়।

আরও পড়ুন>> সূচক পতনের পেছনে ৭ কোম্পানির শেয়ার

তিনি বলেন, শেয়ার বাজারে বিনিয়োগের জন্য অনেক শিক্ষার সুযোগ আছে। যা আগে ছিল না, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাইলে শেয়ারের প্যাটার্ন, মুভমেন্ট, ডিভিডেন্ড পলিসি, শেয়ার প্রাইস চার্ট, মার্কেট অ্যানালাইসিস কীভাবে করব, কীভাবে ট্রেড লাইন করব, কোম্পানির ব্যবস্থাপনা ও সুশাসন, মার্কেটের বেসিক এসব বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। শেয়ারের উপর বিচার বিশ্লেষণ করে যারা বিনিয়োগ করে তারা লাভবান হয়।

ড. তারিকুজ্জামান বলেন, চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কীভাবে শেয়ারের মূল্য নির্ধারিত হয় সে বিষয়টিই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে করা হয়। সময়ের ব্যবধানে বিনিয়োগের জন্য অভিজ্ঞতার পাশাপাশি ব্যবহারিক বিশ্লেষণের সাথে উন্নত টেকনিক্যাল বিশ্লেষণও প্রয়োজন। বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জ্ঞানটা থাকতে হবে।

পাঁচ দিনব্যাপী “এডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ প্রাকটিক্যাল অ্যানালাইসিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ডিএসইর টেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান, রিসোস পারসন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়