Apan Desh | আপন দেশ

নগদ লভ্যাংশ ঘোষণা ২৩ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ১৮ মার্চ ২০২৪

নগদ লভ্যাংশ ঘোষণা ২৩ কোম্পানির

ছবি: সংগৃহীত

চলতি বছরের এ পর্যন্ত ২৩ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য প্রায় ৪ হাজার কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ডিসেম্বর ক্লোজিংয়ের কোম্পানি রয়েছে ১৭ এবং জুন ক্লোজিংয়ের কোম্পানি ছয়টি।

কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি), হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জহোলসিম, রবি আজিয়াটা, ইস্টার্ন ব্যাংক, আইডিএলসি, ইউনিলিভার কনজিউমার কেয়ার, আরএকে সিরামিক, সিঙ্গার বাংলাদেশ, ডিবিএইচ ফাইন্যান্স, রিলায়েন্স ইন্সুরেন্স, গ্রীণডেল্টা ইন্সুরেন্স, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, সেনাকল্যাণ ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্সুরেন্স, অ্যাসোসিয়েশন অক্সিজেন, এনভয় টেক্সটাইল, সামিট পাওয়ার, কৃষিবিদ ফিড, বিডি থাই ফুড ও ইমাম বাটন।

এরমধ্যে গ্রামীণফোন ১২৫ শতাংশ, বিএটিবিসি’র ১০০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ২৫ শতাংশ, লাফার্জহোলসিম ৫০ শতাংশ, রবি আজিয়াটা ১০ শতাংশ, ইস্টার্ন ব্যাংক ১২.৫০ শতাংশ (সাথে ১২.৫০ শতাংশ বোনাস), আইডিএলসি ফাইন্যান্স ১৫ শতাংশ, ইউনিলিভার কনজিউমার কেয়ার ৩০০ শতাংশ, আরএকে সিরামিক ১০ শতাংশ, সিঙ্গার বাংলাদেশ ৩৫ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্স ১৫ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্স ২৫ শতাংশ, গ্রীণডেল্টা ইন্সুরেন্স ২৫ শতাংশ, ইস্টল্যান্ড ইন্সুরেন্স ১০ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্স ১২ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্স ১৩.৫০ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্স ১০ শতাংশ, এনভয় টেক্সটাইল ১৫ শতাংশ, কৃষিবিদ ফিড ১০ শতাংশ, সামিট পাওয়ার ১০ শতাংশ, অ্যাসোসিয়েশন অক্সিজেন ১ শতাংশ, বিডি থাই ফুড ১ শতাংশ ও ইমাম বাটন ১ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার। কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পরের অবস্থানে থাকা গ্রামীণফোন ১২৫ শতাংশ এবং বিএটিবিসি ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লভ্যাংশ বিতরণ করবে গ্রামীণফোন। কোম্পানিটি ১২৫ শতাংশ হিসাবে মোট ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার লভ্যাংশ বিতরণ করবে।

এরপরের অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম। কোম্পানিটি ৫০ শতাংশ হিসাবে ৫৮০ কোটি ৬৯ লাখ টাকা ও বিএটিবিসি ১০০ শতাংশ হিসাবে ৫৪০ কোটি টাকা বিতরণ করবে। 

এদিকে সবচেয়ে কম লভ্যাংশ ঘোষণা করেছে ১ শতাংশ হারে অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিডি থাই ফুড ও ইমাম বাটন। এরমধ্যে বিডি থাই ও ইমাম বাটন অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়