ছবি: আপন দেশ
কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। আমি অনেক আগে থেকে কমোডিটি এক্সচেঞ্জ চালু করার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সে সময় চালু করতে পারিনি। শুধু ইক্যুইটি মার্কেট দিয়ে শেয়ার বাজারের উন্নয়ন সম্ভব নয়। কমোডিটি এক্সচেঞ্জ চালুর মাধ্যমে শেয়ার বাজারের গতি বৃদ্ধি পাবে। প্রথমে আলু, চিনি, গোল্ড দিয়েছে সিএসই কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে পারে। বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বুধবার (২০ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলাচনা সভায় এ কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে সভাটি অনুষ্ঠিত হয়।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্ট পুরোপুরি চালু হলে সিঙ্গাপুরের চেয়েও আমরা উন্নত হবো। জাপান আগামী পাঁচ বছরে ১০০ বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে। এছাড়াও কোরিয়া, চায়না, ইন্ডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আমাদের দেশে বিনিয়োগ বাড়ানোর জনয় পরিকল্পনা করছে।
সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারময়ান শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সহজ হবে। ব্যবসার গতি বাড়বে। দালাল, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, ভাউচারের মাধ্যমে পণ্যের ওভার ভ্যালু অনেকাংশে কমে যাবে এখন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, পাকিস্তান, নেপালের মতো দেশে কমোডিটি এক্সচেঞ্জ আছে। অথচ দেশে কমোডিটি এক্সচেঞ্জ এতদিন ছিল না। অবশেষে আমাদের দেশেও কমোডিটি এক্সচেঞ্জ চালু হলো। চলতি বছরেই আমরা কমোডিটির কার্যক্রম শুরু করতে পারবো। আগামী পাঁচ বছরের মধ্যে এ মার্কেটকে আমরা স্ট্যাবল পর্যায়ে নিয়ে যাব। সিএসইর মাধ্যমে এ মার্কেট চালু হলে পণ্যের দাম নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। এ মার্কেট চালু করতে আমাদের হার্ডওয়্যার, সফটওয়ারের কাজ চলতি বছরের মাঝামাঝিতে শেষ হবে।
উল্লেখ্য, আজকে সিএসই পিএলসি কমোডিটি এক্সচেঞ্জে চালুর সনদ পেল বিএসইসির কাছ থেকে। সভায় উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান, সিএসইস ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার প্রমুখ।
আপন দেশ/টি/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।