Apan Desh | আপন দেশ

মিডল্যান্ড ব্যাংকের নাম বদালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ১ এপ্রিল ২০২৪

মিডল্যান্ড ব্যাংকের নাম বদালো

ফাইল ছবি

শেয়ার বাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন হয়েছে। পরিবর্তিত নতুন নাম ‘মিডল্যান্ড ব্যাংক পিএলসি’। রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ৩১ মার্চ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এ বিষয়ে রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

এর আগে, গত বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিত দায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে। ওই আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়