ফাইল ছবি
ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী বুধবার থেকে রোববার পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সোমবার (৮ এপ্রিল) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষ্যে শেয়ার বাজার বন্ধ থাকবে। আগামী সোমবার (১৫ এপ্রিল) থেকে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু হবে আগের নিয়মে।
অর্থাৎ ঈদের ছুটির পরে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০ টায়। লেনদেন শেষ হবে বেলা ২টা ২০ মিনিটে। পরের ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং সেশন অর্থাৎ আড়াইটা পর্যন্ত।
রমজানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দেশের দুই শেয়ার বাজারে লেনদেন হচ্ছে। আর ক্লোজিং সেশন থাকছে ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত।
আপন দেশ/টি/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।