Apan Desh | আপন দেশ

শেয়ার বাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ২২ এপ্রিল ২০২৪

শেয়ার বাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

আপন দেশ। ফাইল ছবি

শেয়ার বাজারের অংশীজন ও ব্রোকাররা সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করছেন। বিএসইসি বাজার সংশ্লিষ্টদের মতামত গুরুত্ব সহকারে মূল্যায়ন করে। বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের মতামত, পরামর্শের মাধ্যমে শেয়ার বাজারের সমৃদ্ধি করাই বিএসইসির লক্ষ্য। বলেছেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন।

বিএসইসি কমিশনার বলেন, বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক অবস্থানের যেমন উন্নতি হচ্ছে। শেয়ারবাজারও দ্রুত বলিষ্ঠ রূপে ফিরবে।

নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় বিষয়ে আলোকপাত করেন। তিনি বিএসইসি’র নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে (স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়্যাল ফান্ড ইত্যাদি) বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
 
উপস্থিত ব্রোকারেজ হাউসগুলো বাজারকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা চালানোর আশ্বাস দেয়।

উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর সিইও-এমডিসহ প্রমুখ।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়