Apan Desh | আপন দেশ

রূপালী ব্যাংক জেড ক্যাটাগরিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ২ মে ২০২৪

রূপালী ব্যাংক জেড ক্যাটাগরিতে

ফাইল ছবি

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। ব্যাংকটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটি ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছরেও ব্যাংকটি সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি। ফলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুয়ায়ী পর পর দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

আগামী রোববার (৫ মে) থেকে ব্যাংকটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে ব্যাংকটিকে কোনো ঋণ সুবিধা দেয়া যাবে না।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়