ছবি: সংগৃহীত
শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করতে অর্থবিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিজের নাম থাকায় উষ্মা প্রকাশ করেন। সংশ্লিষ্টদের বলেন, তার নাম ব্যবহার করে আর যেন প্রকল্প না নেয়া হয়।
বৃহস্পতিবার (৯ মে) শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সভাপতিত্ব করেন প্রধামন্ত্রী।
সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপনসহ ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে অনুমোদন দেয়া হয় পাঁচ হাজার ৫৬৩ কোটি টাকার।
এ সময় প্রকল্পে নিজের নাম ব্যবহার না করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা জানান পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার।
তিনি জানান, অল্প টাকার জন্য আটকে থাকা ৩৩৪টি প্রকল্প শেষ হচ্ছে জুনেই। আর সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে প্রতিযোগী হিসেবে গড়তে শেয়ার বাজারে তালিকাভুক্তির নির্দেশ দেন সরকারপ্রধান।
নদীতে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে উচ্চতা ও স্রোতে বাধাগ্রস্ত যাতে না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দেন শেখ হাসিনা।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।