Apan Desh | আপন দেশ

শেয়ার বাজারে মূলধন কমেছে ৭১০৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ১৮ মে ২০২৪

শেয়ার বাজারে মূলধন কমেছে ৭১০৫ কোটি টাকা

প্রতীকী ছবি

দেশের উভয় শেয়ার বাজারে বিদায়ী সপ্তাহে (১২-১৬ মে) সূচকের পতনমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১০৫ কোটি টাকার বেশি।

শনিবার (১৮ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৮২১ কোটি ৪১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮০২ কোটি ৭২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯৮১ কোটি ৩১ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ২৬ কোটি ৬ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১ হাজার ৮২৪ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫ হাজার ২০১ কোটি ৫৩ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৩.৬৩ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩০.৪১ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ কমে ১ হাজার ১১২ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ৪১.২৫ পয়েন্ট বা ২.০৫ শতাংশ কমে ১ হাজার ৯৭৩ পয়েন্টে এবং ডিএসই এসএমই সূচক ২.০৮ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৫টির, দর কমেছে ২৯০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর লেনদেন হয়নি ২০টির।

অপর শেয়ার বাজার সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২১৩ কোটি ৩০ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১২৪ কোটি ৯১ লাখ টাকা।

আরও পড়ুন>> শেয়ারের দরপতন চলছেই

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩৮ হাজার ১০০ কোটি ৬৮ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৪০ হাজার ৪ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৯০৪ কোটি ১৫ লাখ টাকা।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৫.৩৩ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৩৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ২১৩ পয়েন্টে, সিএসআই সূচক ২.০২ শতাংশ কমে ১ হাজার ৪৬ পয়েন্টে এবং এসইএসএমইএক্স ১.৬৯ শতাংশ কমে ৩ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার ও ইউনিট দর।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়