Apan Desh | আপন দেশ

শেয়ার বাজারে পতনের তান্ডব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১৯ মে ২০২৪

শেয়ার বাজারে পতনের তান্ডব

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৯ মে)। শেয়ার বাজারে পতনের তান্ডব দেখা গেছে। তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে সব খাতেই বিপর্যয় দেখা গেছে। বেশির ভাগ খাতের শতভাগ কোম্পানির শেয়ারের পতন হয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ২২টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। দাম কমেছে ৩৪৭টি প্রতিষ্ঠানের। অর্থাৎ যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, তার ১৬.৭৭ গুণ বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে। এরমধ্যে ২৩০টির বেশি প্রতিষ্ঠান ক্রেতাহীন অবস্থায় ছিল। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত ছিল পতনের তান্ডব।

আবদুর রহিম নামে একপ্রবীণ বিনিয়োগকারী বলেন, আমি শেয়ার বাজারে ৩০ বছর যাবত আছি। আমার জীবনে এ রকম পরিস্থিতি দেখিনি। করোনার সময়েও বাজারে এ রকম হাহাকার দেখা যায়নি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পতন, আসন্ন বাজেটে গেইন ট্যাক্স আরোপ, বাণিজ্যিক ব্যাংকগুলোর চড়া সুদসহ নানা কারণে শেয়ার বাজারে টানা পতন চলছে। তবে ঢালাওভাবে টানা পতন কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না। এর পেছনে একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে।

তারা অভিযোগ করছেন, এনবিআর-এর কিছু পদস্থ কর্মকর্তা যেকোন কারণেই হোক শেয়ার বাজারের ওপর সন্তুষ্ট নন। তারা চায় না দেশে শেয়ার বাজার বলে কিছু থাকুক। যে কারণে প্রতি বছরই শেয়ার বাজার নিয়ে অনর্থক টানা-হেঁচড়া করে। ফলে প্রতি বছরই বাজেটের আগে আগে শেয়ার বাজার অস্থির হয়ে পড়ে।

রোববারের বাজার পর্যালোচনা

আজ (১৯ মে) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮৬.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪০৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৭৯ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২ টির, কমেছে ৩৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অপর শেয়ার বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দাম বেড়েছিল ৫৮টির, কমেছিল ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়