ফাইল ছবি
ফের টানা দরপতনে দেশের শেয়ার বাজার। এ ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। পাশাপাশি উভয় শেয়ার বাজারেই কমেছে লেনদেন।
বুধবার (২৯ মে) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে আজ বুধবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫০.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৮.৫৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৬.৭৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৩.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৬৯.৯৩ পয়েন্ট ও ১ হাজার ১৩৮.৯৬ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫ লাখ টাকা।
আরও পড়ুন>> বেনজীরের সব শেয়ার ফ্রিজের নির্দেশ
এছাড়া বুধবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ। এছাড়া বীচ হ্যাচারি, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইএফআইসি ব্যাংক, রূপালি লাইফ ইন্সুরেন্স, সি পার্ল ও বেস্ট হোল্ডিংস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর শেয়ার বাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। আজ বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫.৭৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯৫.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৮৪.৫৬ পয়েন্টে ও ৯ হাজার ৭৪.৯২ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ১২.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭.৫৭ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ৭.০৮ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৪৮.৪৩ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৮৮.৯৬ পয়েন্টে ও ১১ হাজার ৬১৫.০৬ পয়েন্টে।
আরও পড়ুন>> বাজার ডুবাল ১০ কোম্পানির শেয়ার
এদিকে, সিএসইতে বুধবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭০ কোটি ৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৬২ কোটি ২১ লাখ টাকা।
সিএসইতে ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারদর।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।