Apan Desh | আপন দেশ

ক্যাপিটাল গেইনে করারোপ চান না বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ২৯ মে ২০২৪

ক্যাপিটাল গেইনে করারোপ চান না বিনিয়োগকারীরা

ছবি: সংগৃহীত

শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে অর্জিত মূলধনি মুনাফায় (ক্যাপিটাল গেইন) করারোপ না করার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ৫০ হাজার কোটি টাকা প্রণোদনা দাবি করেন তারা। এছাড়া নতুন কোম্পানির তালিকাভুক্তি বন্ধ রাখা ও বাইব্যাক আইন কার্যকর করাসহ ১২ দফা দাবি তুলে ধরে শেয়ার বাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন (ক্যাপমিনাফ)।

বুধবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি রুহুল আমিন আকন্দ।

তিনি বলেন, বর্তমানে অনেক বিনিয়োগকারীর অপ্রদর্শিত অর্থ রয়েছে শেয়ার বাজারে। শুধু তাই নয় শেয়ার বাজার নিচে চলে আসায় অনেক অপ্রদর্শিত অর্থ বাজারে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় যদি ব্যক্তি বিনিয়োগকারীদের ওপর গেইন ট্যাক্স আরোপ করা হয়, তবে ওই টাকাগুলো হয়তো আর বাজারে আসবে না, যা বাজারকে দীর্ঘ মেয়াদের জন্য মন্দা অবস্থার দিকে ঠেলে দেবে।

ক্যাপমিনাফ সভাপতি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে সরকারকে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কলসির নিচে যদি ফুটা থাকে, তাহলে পানি যতই ঢালেন, কলসি ভরবে না। কলসের ফুটা বন্ধ করতে হবে। তেমনি শেয়ার বাজারের টাকা বের হয়ে যাওয়ার ছিদ্রগুলো বন্ধ করতে হবে। তবেই বাজার দীর্ঘ মেয়াদে ভালো হবে।

তিনি বলেন, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার বর্তমান পর্ষদ দায়িত্ব নেয়ার পর তাদের নানা আশ্বাস ও আহ্বানে নতুন করে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন। কিন্তু অপরিপক্কতা ও দূরদর্শীতার অভাব, কিছু বিতর্কিত গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া, বস্তাপঁচা কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্তির অনুমোদন দিয়ে বাজার থেকে বেহিসাবি (বিশাল আকারের) অর্থ বের করে নেয়ার সুযোগ তৈরি করে দেয়াসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বাজারে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় আমরা বিনিয়োগকারীরা খুব অসহায় অবস্থায় রয়েছি।

বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের এ নেতা বলেন, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড বাজার উন্নয়নে ব্যবহার করতে হবে। শেয়ার বাজার বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা ও সুরক্ষা তহবিল গঠন করতে হবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট শেয়ার বাজার ও স্বচ্ছ্বতা আনয়নে বিএসইসিতে বিনিয়োগকারীদের প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে হবে। বাজেটে অপ্রদর্শিত অর্থ সম্পূর্ণ নিঃশর্তভাবে বাজারে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে ক্যাপমিনাফের উপদেষ্টা আলী জামান, সাধারণ সম্পাদক আছাহাব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়