Apan Desh | আপন দেশ

আধাঘণ্টায় লেনদেন ১২০ কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ১৫ জুলাই ২০২৪

আপডেট: ১১:২৩, ১৫ জুলাই ২০২৪

আধাঘণ্টায় লেনদেন ১২০ কোটি

ছবি: আপন দেশ

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়িয়েছে ১২০ কোটি টাকা।

সোমবার (১৫ জুলাই) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে। 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৯ দশমিক ৩৫ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ দশমিক ৪৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৪৯৪ দশমিক ২৪ পয়েন্টে ও ১ হাজার ২০৫ দশমিক ৩৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪৩ দশমিক ০৩ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির কোম্পানির শেয়ারের, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি।
 
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৯ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৫ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৬৫১ দশমিক ৭১ পয়েন্টে ও ৯ হাজার ৪২০ দশমিক ৩৩ পয়েন্টে।
 
আর সিএসআই সূচক শূন্য দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩ দশমিক ০৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৫৯ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১২ হাজার ১৮৭ দশমিক ১৮ পয়েন্টে ও ১ হাজার ১১২ দশমিক ১৫ পয়েন্টে।
 
এ সময় লেনদেন হয়েছে ২৪ লাখ ৫৭ হাজার টাকার।
 
লেনদেন হওয়া ৪১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টি কোম্পানি শেয়ারের, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

আপন দেশ/এইউ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়