Apan Desh | আপন দেশ

বিএসইসির ২ কমিশনারের পদত্যাগ, শেয়ারবাজার নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ১২ আগস্ট ২০২৪

আপডেট: ১২:৩৩, ১২ আগস্ট ২০২৪

বিএসইসির ২ কমিশনারের পদত্যাগ, শেয়ারবাজার নিম্নমুখী

ফাইল ছবি

চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের পর পদত্যাগ করলেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দুই কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং রুমানা ইসলাম। রোববার (১১ আগষ্ট) রাতে তারা পদত্যাগপত্র জমা দেন। অর্থ-মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র আরও জানায়, রোববারই শেখ শামসুদ্দিন ও রুমানা ইসলামকে পদত্যাগ করতে সরকারের দিক থেকে বলা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর  অধ্যাপক শিবলীর সাথে কমিশনার শেখ শামসুদ্দিনও আত্মগোপনে চলে যান। গতকাল রোববার তিনি অফিস আসেন।

বিএসইসি সূত্র জানিয়েছে, অফিসে এসে অপর কমিশনারদের একটি বৈঠকে বসার অনুরোধ জানান। উদ্দেশ্য ছিল সিনিয়র হিসেবে নিজে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়া। তবে একাধিক কমিশনার তাতে সায় দেননি। এর পর গতকালই এফআইডি থেকে কমিশনার মোহসীন চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন করেন।

বিএসইসির পদত্যাগ করা দুই কমিশনারের বিরুদ্ধে অধ্যাপক শিবলীর নানা অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন দেয়ার অভিযোগ আছে। শেখ শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে এ অভিযোগ বেশি। আরও তিনজন কমিশনার থাকার পরও আস্থাভাজন হিসেবে তাকে বিএসইসির প্রায় সব গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দিয়ে গত জুনে অফিস আদেশ জারি করেন শিবলী রুবাইয়াত। 

রিং শাইন টেক্সটাইলের আইপিও জালিয়াতির ঘটনা উদঘাটনের পর কোম্পানিটির মালিকানা স্বার্থান্বেষী মহলের কাছে হস্তান্তরে শেখ শামসুদ্দিন আহমেদ অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন মর্মে তাঁর বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন এ কোম্পানির বিদেশি উদ্যোক্তারা।

আজ নিম্নমুখী শেয়ারবাজার

টানা চারদিন বৃদ্ধির পর আজ বেশিরভাগ শেয়ার দর হারিয়ে কেনাবেচা হচ্ছে। দিনের লেনদেন শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যে দরপতন শুরু হয়। বেলা সাড়ে ১১টায়ও সে ধারা চলতে দেখা গেছে।

এ সময় প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৮২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর-বৃদ্ধির বিপরীতে ২৮৫টিকে দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ২৭টি।

বেশিরভাগ শেয়ারের দর কমায় লেনদেনের দেড় ঘণ্টা পর ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট হারিয়ে ৫৯৭১ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে ৫৬৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়