Apan Desh | আপন দেশ

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ১৩ আগস্ট ২০২৪

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে দরপতনের তালিকায় শীর্ষে উঠেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৬০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ স্টিলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে যমুনা ব্যাংক পিএলসি।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজিউমার, এসিআই, এ্যাপেক্স ট্যানারি, সিঙ্গার বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, বিচ হ্যাচারি লিমিটেড দর কমেছে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়