ফাইল ছবি
সপ্তাহের প্রথম কর্মদিবস মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৮ কোটি ৮৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্সুরেন্স, খান ব্রাদার্সের এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের লিমিটেড। আজ এ ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৫ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ৬৫ লাখ ৬ হাজার টাকা, খান ব্রাদার্সের ৩ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের লিমিটেডের ৮০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।