Apan Desh | আপন দেশ

এক ঘণ্টায় ডিএসই সূচক বাড়ল ৭ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৪

এক ঘণ্টায় ডিএসই সূচক বাড়ল ৭ পয়েন্ট

ছাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএসই সূচক থেকে এ তথ্য জানা যায়

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৭২১ দশমিক ৪০ পয়েন্টে ও ১ হাজার ২৪২ দশমিক ৭০ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৬ দশমিক ৫০ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টির কোম্পানির শেয়ারের, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ৮৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ১১৭ দশমিক ০৯ পয়েন্টে ও ৯ হাজার ৭১৭ দশমিক ১১ পয়েন্টে।

আর সিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৬৭ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৯২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১৩ হাজার ৩৩ দশমিক ২৯ পয়েন্টে ও ১ হাজার ২৮ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৪ দশমিক ০৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৫৫ হাজার টাকার।

লেনদেন হওয়া ৯৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টি কোম্পানি শেয়ারের, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়