ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। তবে এদিন উভয় শেয়ারবাজারেই বেড়েছে লেনদেন।
রোববার (২২ সেপ্টেম্বর) শেয়ারবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে রোববার কমেছে দুইটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স শূন্য দশমিক ২৯ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৭৩৪ দশমিক ৯৭ পয়েন্টে ও ২ হাজার ৯৪ দশমিক ৮০ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৩ দশমিক ৪৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৮০ কোটি ৯৬ লাখ টাকার।
এছাড়া রোববার ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৯টি কোম্পানির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে রোববার সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ২ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৫৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ১৮৮ দশমিক ৮৭ পয়েন্টে ও ১২ হাজার ৯২৯ দশমিক ৩৯ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ২০১ দশমিক ৫৮ পয়েন্টে ও ৯ হাজার ৭৬২ দশমিক ৮৩ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে শূন্য দশমিক ৪৫ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ৪০ দশমিক ৩৮ পয়েন্টে।
সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৮৫ লাখ টাকা।
সিএসইতে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারদর।সূচকের মান। পাশাপাশি উভয় শেয়অবাজারেই বেড়েছে লেনদেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।