ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন হয়েছে। এদিন শেয়ারবাজারে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৩৯৮টি কোম্পানির। লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) শেয়ারবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
এদিন ব্র্যাক ব্যাংক পিএলসির ৪৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতেই লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ২৪ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ২৭ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমেটেড।
এছাড়া যথাক্রমে ২১ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ও ১৭ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় এদিন আরও ছিল সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি, টেকনো ড্রাগ লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।