Apan Desh | আপন দেশ

ফু-ওয়াং ফুডসের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৪

ফু-ওয়াং ফুডসের সর্বোচ্চ দরপতন

ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৩৫৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ফু-ওয়াং ফুডসের শেয়ারদর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। যার শেয়ারদর ৯ দশমিক ৮৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮৫ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার দরপতনের তালিকায় অন্য কোম্পানিগুলো হলো- সিএন্ডএ টেক্সটাইলের ৯ দশমিক ৮৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৯ দশমিক ৭৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৭৪ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৯ দশমিক ৬৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯ দশমিক ৬ শতাংশ এবং আমান ফিড লিমিটেডের দর ৯ দশমিক ৫৬ শতাংশ কমেছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়