Apan Desh | আপন দেশ

লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ১ অক্টোবর ২০২৪

লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন হয়েছে। এদিন শেয়ারবাজারটিতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৩৯৭টি কোম্পানির। লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১ অক্টোবর) ইসলামী ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার টাকার। ১৭ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইবনে সিনা ফার্মা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, সোনালী আঁশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়