Apan Desh | আপন দেশ

ডিএসইতে মূল্য সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ২ অক্টোবর ২০২৪

ডিএসইতে মূল্য সূচকের পতন

ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইর প্রধান সূচক ১৩২ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (০২ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩২ দশমিক ২৯ পয়েন্ট কমেছে। এতে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৫৩ পয়েন্টে।

ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩২ দশমিক ৫১ পয়েন্ট কমে ১২১৯ পয়েন্ট। ‘ডিএস-৩০’ সূচক ৫১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৯৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বুধবার ডিএসইতে ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ৪৭ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯টি কোম্পানির। বিপরীতে ৩৪৭ কোম্পানির দর কমেছে। আর ২২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়