ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেসঙ্গে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর পতন হয়েছে। ফলে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৭ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৩ দশমিক ৭২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১১৮৯ পয়েন্ট। আর ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৯৪২ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৩৬৬ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৮ কোটি ১৮ লাখ ৮৭ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির। বিপরীতে ২৮৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।