ফাইল ছবি
টানা ৪ দিনের ছুটি শেষে সোমবার লেনদেনে ফিরেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। সেসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৪ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৮ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ২৯ পয়েন্ট কমে ১১৯১ পয়েন্ট। ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৯৬৯ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৩৫০ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির। বিপরীতে ২২৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।