ফাইল ছবি
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩৮ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চলতি সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়েছে।
বৃহস্পতিবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৬৪ পয়েন্ট। ডিএসইএস সূচক ৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৪২ দশমিক ৮৫ পয়েন্টে ও ১ হাজার ১৯০ দশমিক ৭২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৫৭ দশমিক ৬৩ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৬টির কোম্পানির শেয়ারের, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।