ফাইল ছবি
ফের শেয়ার বাজারে বড় দরপতন। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৪ মাস আগের অবস্থানে নেমে গেছে।
রোববার (২০ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। এদিকে পুঁজিবাজারে আওয়ামী লীগ সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতি তদন্তে অনুসন্ধান কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।
রোববার দিনের শুরুতে ইতিবাচক অবস্থানে থেকে প্রথম ১০ মিনিটে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক বাড়ে ৪১ পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৯৭ দশমিক দুই চার পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। যা গেল ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গেল জুন মাসের ১৩ তারিখ সূচক ৫ হাজার ১১৭ ছিল।
আজ ডিএসইতে লেনদেন সাড়ে ৩০০ কোটির উপর। এসময় মোট লেনদেন হয় ৩৬২ কোটি ৪২ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৫৬ কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
এদিকে,এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে অর্থনীতির অন্যান্য খাতের মতো পুঁজিবাজারেও লুটপাট হয়েছে। এ সময়ে অসংখ্য দুর্বল ও প্রায় অস্তিত্বহীন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। তাই বাজারে স্থিতিশীলতা আনতে ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২৭১ দশমিক পাচ তিন পয়েন্ট। লেনদেন ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।