ফাইল ছবি
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠেছে লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৩ অক্টোবর) লাভেলো আইসক্রিমের ১৭ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে অগ্নি সিস্টেমস। যার শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার টাকার। আর ১২ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, গ্রামীণফোন, টেকনো ড্রাগস, ব্র্যাক ব্যাংক, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, মিডল্যান্ড ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।