Apan Desh | আপন দেশ

এম.এল ডাইংয়ের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:০২, ২৩ অক্টোবর ২০২৪

এম.এল ডাইংয়ের সর্বোচ্চ দরপতন

MK-DYEING

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৯টি কোম্পানি। এরমধ্যে ৩০৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠেছে এম.এল ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৩ অক্টোবর) এম.এল ডাইংয়ের শেয়ারদর কমেছে ১ টাকা বা ১২ দশমিক ০৪ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে বারাকা পাওয়ার। যার শেয়ারদর ৯ দশমিক ১৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৪১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যালস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, হাক্কানি পাল্প, রহিম টেক্সটাইল, রহিমা ফুড, বঙ্গজ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়