Grameenphone
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠেছে গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গ্রামীণফোনের ১৭ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে পূবালী ব্যাংক। যার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ টাকার। আর ১১ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে উঠেছে লাভেলো আইসিক্রিম।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, ফারইস্ট নিটিং, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স এবং টেকনো ড্রাগস লিমিটেড।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।